বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘন্টায় প্রায় ৩ কোটি টাকার টোল আদায়

কালিহাতী টাঙ্গাইল লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে চলেছে। বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘন্টায় ৩৭ হাজার ৬’শটি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৯২ লাখ ৯৪ হাজার ৫৫০ টাকা।
বঙ্গবন্ধু সেতু সূত্রে জানা যায়, স্বাভাবিক সময়ে গত ২৪ ঘন্টায় ১৮ থেকে ২০ হাজার যানবাহন সেতু পারাপার হলেও ঈদ যাত্রাকে কেন্দ্র করে তা বাড়তে থাকে। গত শনিবার (২২ জুন) রাত ১২টা থেকে রবিবার (২৩ জুন) রাত ১২ টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ১৪ হাজার ৮৯৭ টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২৬ লাখ ৬৩ হাজার ৯৫০ টাকা। সেতুর পশ্চিম প্রান্তে ২২ হাজার ৭০৩ টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬’শ টাকা।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল টাঙ্গাইল নিউজবিডিকে বলেন, স্বাভাবিক সময়ে সেতুর উভয় প্রান্তে ১২ টি বুথের মাধ্যমে টোল আদায় করা হলেও ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে উভয় প্রান্তে আলাদা মোটরসাইকেলের লেনসহ ১৮টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। এতে মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে।

৬১ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *