মির্জাপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

টাঙ্গাইল মির্জাপুর রাজনীতি

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল হয়েছে। সোমবার (২৪ জুন) বিকেলে পৌর সদরের থানা রোডে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞার সভাপতিত্বে দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি খন্দকার মোবারক হোসেন, বিএনপি নেতা শামসুল আলাম, উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দ।
খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মাহমুদুর রহমান। দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা তার বক্তৃতায় বলেন, সরকার মিথ্যা মামলায় সাজা দিয়ে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছেন। তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ। তারপরও ফ্যাসিস্ট সরকার তাকে আটক করে নিজেদের মধ্যে পাতানো নির্বাচন দিয়ে দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছে। তিনি অনতিবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামের মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে অবাদ নির্বাচনের আয়োজন করার দাবি জানান।

 

৭৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *