ঘাটাইলে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আইন আদালত ঘাটাইল টাঙ্গাইল

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় ৭টি বাসের সুপারভাইজারকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৩ জুন) দুপুরে উপজেলা বাসস্ট্যান্ড চত্তরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) কিশোর কুমার দাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছিল বিভিন্ন যাত্রীবাহী পরিবহন। গোপন সংবাদের ভিত্তিতে এমন অভিযোগ পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) কিশোর কুমার দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ৪০ ধারা ঢাকাগামী বিনিময় পরিবহন, দ্রুতগামী, মাদারগনজ ইস্পেশাল ও রাজিব পরিবহনসহ ৭টি বাসের সুপারভাইজারকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) কিশোর কুমার দাস টাঙ্গাইল নিউজবিডিকে জানান, বাসে অতিরিক্ত ভাড়া আদায় এর কারনে ৭টি বাসের সুপারভাইজারকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি বাসের সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

 

৮৭ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *