নুর আলম, গোপালপুর ॥
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির আইনবিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা সোমবার (২৪ জুন) গোপালপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ প্রশিক্ষণের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর রেজাউল, সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হাসান, উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার শরীফ আব্দুল বাছেদ, উপজেলা শিক্ষা অফিসার মফিজুর রহমান জিন্নাহ, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।
উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম লাভলু, হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান হীরা, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলকিস জাহান, নগদাশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেলসহ সরকারি কর্মকর্তাগণ।
গোপালপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা
৯২ Views