সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (২৬ জুন) বিকেলে কালিহাতী বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রীজের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক কালিহাতী গ্রামের মৃত আলহাজ্ব হাফেজ উদ্দিনের ছেলে দুলাল মিয়া(৬৫)।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট সায়রুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল মিয়া ঘাটাইলের সাফিয়াচালা থেকে মোটরসাইকেল যোগে আউলিয়াবাদ হয়ে কালিহাতী তার নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে কালিহাতী বাসস্ট্যান্ডের ব্রীজে পৌঁছলে পিছন থেকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ সময় নিহতের লাশ স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৮১ Views