স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল সদর উপজেলার পৌর এলাকার ৫নং ওয়ার্ডের সাকরাইল এলাকায় মাদরাসাতুল ইহ্সান মাদ্রাসার নিজস্ব ভবন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) বিকালে মাদ্রাসার উদ্বোধন করেন চরমোনাই হুজুর নায়েবে আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম।
মাদরাসাতুল ইহ্সান মাদ্রাসার চেয়ারম্যান রেজাউল করিম রাজুর সভাপতিত্বে বাংলাদেশ ইসলামী আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আখিনুর মিয়া, বাংলাদেশ ইসলামী আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান ছিলটু, বাংলাদেশ ইসলামী আন্দোলন টাঙ্গাইল পৌর শাখার সভাপতি আলি হোসেন শুভসহ মাদ্রাসার শিক্ষক-ছাত্র এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন টাঙ্গাইল জেলা শাখার মুজাহিত কমিটির সাধারণ সম্পাদক মুফতি সাইফুল ইসলাম।
এ বিষয়ে মাদ্রাসার চেয়ারম্যান রেজাউল করিম রাজু বলেন, মাদরাসাতুল ইহ্সান মাদ্রাসা বিগত ২০১০ সাল থেকে কলেজ পাড়ায় প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। সবার সাহায্য সহযোগিতায় প্রতিষ্ঠানটি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটি দীর্ঘ প্রায় ১৪ বছর কলেজ পাড়ায় ছিলো। আজকে সবার সহযোগিতায় মাদরাসাতুল ইহ্সান মাদ্রাসার নিজস্ব ভবন হয়েছে। পরে তিনি সবার কাছে দোয়া চান।