স্টাফ রিপোর্টার।।
জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা, কবি,সাহিত্যিক,সাংবাদিক ও মানবাধিকার কর্মী প্রয়াত এম এ ছাত্তার উকিলের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুলাই-২০২৪)টাঙ্গাইল জেলার অস্থায়ী কার্যালয়ে জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিট এ আয়োজন করে।
জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি মাছুদুর রহমান মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম টুটুলের পরিচালনায় আলোচনায় অংশ নেন সাপ্তাহিক ইন্তেজার পত্রিকার সম্পাদক অধ্যাপক এবিএম আব্দুল হাই, জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সহ সভাপতি শহিদুল ইসলাম খান রুমি,
যুগ্ম সাধারণ সম্পাদক আরমান কবির সৈকত, দৈনিক জনতার কথা পত্রিকার সহ সম্পাদক আরিফুর রহমান, জাগো নিউজের টাঙ্গাইল জেলা প্রতিনিধি আরিফুর রহমান টগর,জাতীয় সাংবাদিক সংস্থার তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোস্তফা কামাল, যুগ্ম ধর্ম বিষয়ক শুভ সাহা, সহ ক্রীয়া সম্পাদক সাহান হাসান,সদস্য হাবিবুর রহমান, মনির হোসেন মোল্লা, নোমান বিপু প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম মওলানা মাসউদুর রহমান।