টাঙ্গাইলে ঝিনাই নদীর পানি বিপদসীমার উপরে

টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ।।
বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে টাঙ্গাইল জেলার উপর দিয়ে প্রবাহিত সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। ঝিনাই নদীর পানি বিপদসীমা অতিক্রম করে ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার (৪ জুলাই-২০২৪) সকাল নয়টায় টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্যমতে, গত ২৪ ঘন্টায় ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ৪৪ সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ৪০ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে ৪৭ সেন্টিমিটার, ফটিকজানি নদীর পানি নলচাপা ব্রীজ পয়েন্টে ১৯ সেন্টিমিটার, বংশাই নদীর পানি কাউলজানী পয়েন্টে ৮ সেন্টিমিটার, মির্জাপুর পয়েন্টে ১১ সেন্টিমিটার, এবং মধুপুর পয়েন্টে ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধির কারণে নদীর পানি লোকালয়ে প্রবেশ করছে। এরফলে নদী তীরবর্তী চরাঞ্চলের নিচু এলাকার ফসলী জমির পাট, তিলসহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে যাচ্ছে । এদিকে, পানি বৃদ্ধির কারণে কয়েকটি উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গন আরো তীব্র হয়েছে।

১৪২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *