
স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইল স্টেডিয়ামে মির্জা তোফাজ্জল হোসেন মুকুল স্মৃতি গোল্ডাকাপ ৩য় মিনি ফ্লাড লাইট ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন করলেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। বুধবার (৩ জুলাই) জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় সন্ধ্যা ৭টার সময় ৪০ বছরের উর্দ্ধে ফুটবল খেলোয়াড় নিয়ে টাঙ্গাইল স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় সুপ্রভাত রাইডার্স বনাম দিঘুলিয়া ক্লাব।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, সদর উপজেলার চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা ও ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ রাজীব, টাঙ্গাইল প্রেসক্লাব ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ইফতেখারুল অনুপম, সুইডেন প্রবাসী টাঙ্গাইলের সাবেক ফুটবলার বুলবুল হায়দার ও চন্দন ইসলাম।
এবারের টুর্নামেন্টে ৪টি গ্রুপে ১৬টি দল অংশগ্রহণ করছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল কোয়ার্টার ফাইনালে উঠবে। কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল এবং সেমিফাইনাল বিজয়ীরা ফাইনাল খেলবে।
“ক” গ্রুপে সু-প্রভাত রাইডার্স, সুপ্রভাত কিংস, শতায়ু অঙ্গন ও দিঘুলিয়া স্পোটিং ক্লাব। “খ” গ্রুপে শুভ সকাল ক্রীড়া সংঘ, হ্যালিপ্যাড স্পোটিং ক্লাব, সু-প্রভাত জুনিয়র ও পার্ক বাজার ব্যবসায়ী একাদশ। “গ” গ্রুপে আরামবাগ ক্লাব, সোনালী সকাল ক্লাব, শুভ সকাল (সবুজ) ও সৈয়দ জালাল ক্লাব এবং “ঘ” গ্রুপে নুরা পাগলা, শুভ সকাল (লাল), কালেক্টরেট রিক্রিয়েশন ক্লাব ও দেহগড়ি শরীর চর্চা ক্লাব।