
মধুপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের গ্রীষ্মকালীন প্রশিক্ষণে মেডিকেল ক্যাম্প স্থাপন করে স্থানীয় অসহায় দুস্থদের মাঝে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে মধুপুর উপজেলার পাহাড়িয়া এলাকার কুড়াগাছা ইউনিয়নের মমিনপুর গ্রামে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ মেডিকেল ক্যাম্প করে স্থানীয় মমিনপুর, পীরগাছা, ধরাটি, আঙ্গারিয়সহ আশপাশের কয়েক গ্রামে অসহায় দুস্থ গারো মুসলিম নারী পুরুষদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়ার আয়োজনে ৩০৯ পদাতিক ব্রিগেড (৫৮ ইবি) এর ব্যবস্থাপনায় চলে এ মেডিকেল ক্যাম্প।
বৃষ্টি উপেক্ষা করে স্থানীয় গারো জাতিগোষ্ঠীসহ অন্যান্য জাতি গোষ্ঠীর নারী ও পুরুষরা সকাল থেকে চিকিৎসা সেবা নিতে ভীড় জমায়। লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে চিকিৎসা সেবা পেয়ে খুশি স্থানীয়রা।
মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের জিওসি মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৩০৯ পদাতিক বিগ্রেড কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল আশরাফুল কাদের, এডিএমএস কর্নেল ফজলে ই এলাহী ও ৫৮ ইস্ট বেঙ্গল এর অধিনায়ক লে: কর্ণেল আব্দুল্লাহ আল আমিন প্রমুখ।