
ক্রীড়া প্রতিবেদক॥
ডেফোডিল ফুটবল চ্যাম্পিয়নশীপে স্লিদারিন চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (৫ জুলাই) সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে ডেফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে দিনব্যাপী ডেফোডিল ফুটবল চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করেন বিসমিল্লাহ হ্যাবিট্যাট লিমিটেডের মহাব্যবস্থাপক কে এইচ জাহিদ মাহমুদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। সভাপতিত্ব করেন ডেফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম। বিসমিল্লাহ হ্যাবিট্যাট লিমিটেডের পৃষ্টপোষকতায় এসএসসি ২০২৫ ব্যাচের সহযোগিতায় ডেফোডিল ফুটবল চ্যাম্পিয়নশীপে বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে গঠিত ৩টি দল অংশগ্রহণ করেছে। স্লিদারিন, অ্যাভেঞ্চার্স ও ওরিয়র্স এলিভেন ৩টি দল লীগ ভিত্তিক খেলার পর সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী স্নিদারিন ও অ্যাভেঞ্চার্স এলিভেন ফাইনালে উঠে। ফাইনালে স্লিদারিন এলিভেন ৪-১ গোলে অ্যাভেঞ্চাস এলিভেন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। স্লিদারিনের পক্ষে তপু ২টি, সাকিব ও সবুজ ১টি করে গোল করে।
পরাজিত দলের পক্ষে অপূর্ব ১টি গোল পরিশোধ করে। খেলা শেষে ডেফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ দু’দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন। দু’দলের যারা খেলেছে তারা হলো- স্লিদারিন এলিভেনঃ পিনিভা, সাকিব, তাসকিন, সুয়াইব,্ধসঢ়, ইহহান, মুসা, নুর, ভুবন (অধিনায়ক) ও তপু, অ্যাভেঞ্চার্স এলিভেনঃ আকাশ, সাজিদ, জুনাইদ, রাকিব, রিজন, সাফি, আবেদ, মারজান, অপূর্ব, রুদ্র ও সালমান। খেলায় রেফারী ছিলেন মোকলেস ইসলাম।