স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইলের পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সরকার মোহাম্মদ কায়সার বিপিএম এর পদোন্নতি জনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া সংস্থা আয়োজনে বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যায় টাঙ্গাইল স্টেডিয়ামের সাধারণ সম্পাদকের কক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কায়ছারুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সরকার মোহাম্মদ কায়সার বিপিএম। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আশরাফুজ্জামান স্মৃতি, হারুন অর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, যুগ্ম সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন ও ইফতেখারুল অনুপম।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, জাতীয় ও জেলা দলের খেলোয়ার, জেলা মহিলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, রেফারি এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল পুলিশ সুপারের বিদায়ে জেলা ক্রীড়া সংস্থায় বিদায় সংবর্ধনা
১২১ Views