ক্রীড়া প্রতিবেদক ॥
টাঙ্গাইল স্টেডিয়ামে মির্জা তোফাজ্জল হোসেন মুকুল স্মৃতি গোল্ডাকাপ ৩য় মিনি ফ্লাড লাইট ফুটবল টুর্নামেন্টের ২য় দিনের খেলা হয়েছে।
দ্বিতীয় দিনের সন্ধ্যায় প্রথম ম্যাচে “ঘ”গ্রুপে খেলায় নুরা পরিবার বনাম দেহগড়ি মুখোমুখি হয়। তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ন ম্যাচটি খেলাটি ১-১ গোলে ড্র হয়। দ্বিতীয় খেলায় “ক” গ্রুপে সুপ্রভাত কিংস চমৎকার নৈপুন্য প্রদর্শন করে শতায়ু অঙ্গনকে ৩-০ গোলে পরাজিত করে। সুপ্রভাত কিং স্টাইকার আলীম মিয়া একাই হ্যাটট্রিকসহ ৩টি গোল করে এবং রাতের সর্বশেষ খেলায় “খ” গ্রুপে হ্যালিপ্যাড ৩-০ গোলে সুপ্রভাত জুনিয়রকে পরাজিত করে। দলের হয়ে দুটি গোল করে হ্যালিপ্যাডের অধিনায়ক মাসুদ।
শুক্রবারের (৫ জুলাই) খেলাঃ সোনালী সকাল ক্লাব বনাম শুভ সকাল (সন্ধ্যা ৭.০০টা), শুভ সকাল (লাল) বনাম কালেক্টারেট রিক্রেয়েশন ক্লাব (রাত ৮.০০টা) এবং সুপ্রভাত রাইটর্সা বনাম শতায়ু অঙ্গন (রাত ৯.০০টা)