
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা অনুষ্ঠানের দিন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করায় স্থানীয় হিন্দু নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছেন। রথযাত্রার অনুষ্ঠানের দিনে একই সময় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করায় তাদের মধ্যে এই ক্ষোভ সৃষ্টি হয় বলে জানা গেছে।
রবিবার (৭ জুলাই) বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত ও ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আজাহারুল ইসলামকে গণসংবর্ধনার আয়োজন করেছে। তবে এই সংবর্ধনায় নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবা শাহরীনকে রাখা হয়নি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।
এইদিন মির্জাপুর উপজেলা সদরসহ ১৪ ইউনিয়নের অধিকাংশ ইউনিয়নেই রয়েছে হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা অনুষ্ঠান। দিনটি পালনের জন্য সনাতন ধর্মের লোকজন নানা অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সময় কাটাবেন। একই দিন নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে গণসংবর্ধনা দেয়ার আয়োজন করায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন ক্ষোভ প্রকাশ করেছেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মির্জাপুর উপজেলা শাখার সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক এই সিদ্ধান্তকে ছেলে মানুষের হিসেবে উল্লেখ করেছেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মির্জাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রমথেস গোস্বামী শঙ্কর বলেন, রথযাত্রার অনুষ্ঠানটি শুধু মির্জাপুর তথা বাংলাদেশের নয়। এটি অনেকটা আন্তর্জাতিক ধর্মীয় অনুষ্ঠানের স্বীকৃতি পেয়েছে। এছাড়া মির্জাপুরে অর্ধলক্ষেও বেশি সনাতন ধর্মের ভোটার রয়েছে। একই দিনে একই সময়ে গণ সংবর্ধনার আয়োজন করা বিষয়টি অত্যন্ত মনোকষ্টের কারণ বলে তিনি উল্লেখ করেন।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ বলেন, সংবর্ধনার তারিখ নির্ধারণের সময় রথযাত্রার বিষয়টি মাথায় ছিল না। তবে অনুষ্ঠান বিকেলে চারটার পরিবর্ততে ৫টায় শুরু করা হবে বলে তিনি জানিয়েছেন।