সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করেছে- বানিজ্য প্রতিমন্ত্রী

টাঙ্গাইল দেলদুয়ার লিড নিউজ শিক্ষা

স্টাফ রিপোর্টার ॥
বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, স্মার্ট বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপুর্ন ভুমিকা রাখতে হবে। বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করেছে। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করেছে। একই সাথে শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়ন করেছে।
শুক্রবার (৫ জুলাই) দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বানিজ্য প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার ট্রেডগুলি আপনাদের পর্যায়ক্রমে প্রত্যেক স্কুলে চালুর ব্যবস্থা করতে হবে এবং শিক্ষা দিতে হবে। তাহলে চাকরির বাজারে আমাদের এখান থেকে সুফল আমরা পাবো। আমাদের এখান থেকে আধা ঘন্টা দূরত্ব গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু আইসিটি পার্ক তৈরি হচ্ছে। সেখানে হাজার হাজার ছেলে-মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমরা যদি নিজেদেরকে সেই যোগ্য করতে না পারি। তাহলে এই সুযোগটাও আমাদের বাড়ির পাশেও কাজে লাগাতে পারব না। তাই আমাদের যারা অভিভাবক আছেন, শিক্ষক আছেন তাদের বাস্তবমুখী শিক্ষায় আমাদের ছেলে-মেয়েদেরকে অনুপ্রাণিত করতে হবে। তারা যেন দেশের সম্পদে পরিণত হয়। এই চেষ্টাই আমাদের করতে হবে।
দেলদুয়ার উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক শিক্ষক সমিতি দেলদুয়ার উপজেলা শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দেলদুয়ার উপজেলা শাখার আহবায়ক দীনবন্ধু প্রামানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাহিদ আক্তার পলি, টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান প্রমুখ। এ সময় সম্মেলনে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জান মাহমুদাবাদ বিদ্যাধাম বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর খানকে সভাপতি ও এলাসিন নাসিমুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

 

৬৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *