স্টাফ রিপোর্টার ॥
বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, দেশের সকল জেলা, উপজেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে জনগনের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য সরকার উদ্যোগী হয়েছে। সরকারের পক্ষ থেকে হাসপাতালগুলোতে কি কি ত্রুটি আছে তা চিহ্নিত করা হচ্ছে। হাসপাতালগুলোতে কর্মরত চিকিৎসক, নার্সসহ সকলকে রোগীদের প্রতি আরো আন্তরিক হবার আহবান জানান।
শনিবার (৬ জুলাই) দুপুরে টাঙ্গাইল জেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাঁপা, সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়সারুল ইসলামসহ জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক, জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা পর্ষদের সভায় অংশ নেন।
হাসপাতালগুলোতে কি কি ত্রুটি আছে তা চিহ্নিত করা হচ্ছে- বানিজ্য প্রতিমন্ত্রী
৬২ Views