টাঙ্গাইলে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

টাঙ্গাইল টাঙ্গাইল সদর

স্টাফ রিপোর্টার ।।

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দুই দফা দাবিতে টাঙ্গাইলে পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুলাই)টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জেলা কার্যালয়ে এই কর্মসূচি পালন করে। কর্মসূচিতে সারা টাঙ্গাইল জেলার সকলস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। গত ১ জুলাই থেকে সারাদেশের ৮০ পল্লী বিদ্যুৎ সমিতির ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারীরা এই কর্মবিরতিতে অংশ নিয়েছেন। তবে বিশেষ ব্যবস্থায় জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখেই কর্ম বিরতি পালন করছেন তারা।
তাই সারাদেশে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের এই দুই দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলনকারীরা কাজে যোগদান করবে না বলে জানান।

৬৯ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *