টাঙ্গাইলে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পোড়াবাড়ি চ্যাম্পিয়ন

খেলা টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ

স্পোর্টস রিপোর্টার ॥
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালক অনুর্ধ্ব-১৭) সদর উপজেলার হুগড়া ইউনিয়নকে টাইব্রেকারে (৪-৩) গোলে পরাজিত করে পোড়াবাড়ি ইউনিয়ন হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার (৮ জুলাই) বিকালে টাঙ্গাইল স্টেডিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (বালক অনুর্ধ্ব-১৭) টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় পোড়াবাড়ি ইউনিয়ন ও হুগড়া ইউনিয়নের আক্রমন পাল্টা আক্রমনের মধ্য দিয়ে হলেও নির্ধারিত সময়ের খেলা গোলশুন্য ড্র হয়। পরে ফাইনাল খেলা টাইব্রেকারে গড়ায়। এতে পোড়াবাড়ি ইউনিয়ন (৪-৩) গোলে হুগড়া ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলা শেষে টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন। এ সময় তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ের ভালো খেলোয়াড় নিয়ে উপজেলা এবং জেলা পর্যায়ে বাছাই করে সুষ্ঠ প্রশিক্ষনে এদের গড়ে তোলা হবে। তিনি মাঠ নিয়ে আরো বলেন, আমরা খেলার জন্য ঠিকমত মাঠ পাই না। বাসাখানপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম এই সমস্যা দূরীকরণ করতে পারে। আমরা এই মাঠে সারা বছর বিভিন্ন খেলার আয়োজন করতে চাই।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি হাসান বিন মুহাম্মাদ আলী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ, ভাইস চেয়ারম্যান ইসতিয়াক আহমেদ রাজীব, মহিলা ভাইস চেয়ারম্যান ঊষা আক্তার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদ তারেক খান জুয়েল, পোড়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান শাহাদত হোসেন ও মহিলা মেম্বার রোকেয়া আক্তার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আলীম মিয়া।
ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয় পোড়াবাড়ি ইউনিয়নের গোলরক্ষক আতিকুর ও সর্বোচ্চ গোলদাতা হুগড়া ইউনিয়নের হৃদয় মিয়া। টুনামেন্টে টাঙ্গাইল সদর উপজেলার ১২টি ইউনিয়ন অংশগ্রহন করেন।
দুই দলের খেলোয়াড়রা হলেন- পোড়াবাড়ি ইউনিয়ন ফুটবল দল- আতিকুর, কামরুল, রাকিব-১, সাগর, দেবুজিদ, প্রত্যয়, সিয়াম, মনির, রাজিব ও প্রান্ত।
হুগড়া ইউনিয়ন ফুটবল দল- ফয়সাল, সাকিব, রুবেল, মানিক, রাজিব, সাব্বির, কাউছার, ইউসুফ, হৃদয়, সুমন ও বেল্লাল।
রেফারী- জামিলুর রহমান, সহকারী রেফারী- মমিনুল ইসলাম ও সৈয়দ বেল্লাল।

 

 

৭৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *