স্টাফ রিপোর্টার ।।
জেলার সার্বিক বন্যা পরিস্থিতি কোথাও অপরিবর্তিত, কোথাও আবার অবনতি হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সকাল নয়টায় টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্যমতে, ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ৬ সেন্টিমিটার কমে বিপদসীমার ৯১ সেন্টিমিটার উপর দিয়ে, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে ৯ সেন্টিমিটার কমে বিপদসীমার ২৪ সেন্টিমিটার উপরদিয়ে, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৪ সেন্টিমিটার উপরদিয়ে প্রবাহিত হচ্ছে। অন্য সব নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। একারনে জেলার কয়েকটি উপজেলার বিস্তির্ণ জনপদের বাড়ি-ঘর, হাট-বাজার, ফসলী জমিসহ অন্যান্য স্থাপনা এখনও বন্যার পানিতে তলিয়ে আছে। জেলা প্রশাসনের দেয়া তথ্যমতে জেলার ৫টি উপজেলার ৩৬ হাজার ১০০ জন মানুষ বন্যা কবলিত।
ফটিকজানি নদীর পানি নলচাপা ব্রীজ পয়েন্টে ১০ সেন্টিমিটার, বংশাই নদীর পানি কাউলজানী পয়েন্টে ৬ সেন্টিমিটার, মির্জাপুর পয়েন্টে ৯ সেন্টিমিটার, এবং মধুপুর পয়েন্টে ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে, এসব নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।