স্টাফ রিপোর্টার ।।
টাঙ্গাইল জেলার প্রধান তিনটি নদীর পানি কমতে শুরু করেছে। তবে শাখা নদী গুলোর পানি বৃদ্ধি অব্যাহত আছে। একারণে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি কোথাও অবনতি হয়েছে, আবার কোথাও অপরিবর্তিত রয়েছে। জেলার কয়েকটি উপজেলার বিস্তির্ণ জনপদের বাড়ি-ঘর, হাট-বাজার, ফসলী জমিসহ অন্যান্য স্থাপনা এখনও বন্যার পানিতে তলিয়ে আছে। পানিবন্ধী অবস্থায় দুর্বিসহ জীবনযাপন করছেন হাজার হাজার মানুষ। গবাধী পশু, হাস-মুরগী নিয়ে বিপাকে পরেছেন খামারীরা। অনেকে কমদামে বিক্রি করে দিচ্ছেন গবাধী পশু, হাস-মুরগী।
বুধবার (১০ জুলাই-২০২৪) সকাল নয়টায় টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্যমতে, ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ১০ সেন্টিমিটার কমে বিপদসীমার ৮১ সেন্টিমিটার উপর দিয়ে, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে ৯ সেন্টিমিটার কমে বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপরদিয়ে, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ৪ সেন্টিমিটার কমে বিপদসীমার ১৯ সেন্টিমিটার উপরদিয়ে প্রবাহিত হচ্ছে।
ফটিকজানি নদীর পানি নলচাপা ব্রীজ পয়েন্টে ৫ সেন্টিমিটার, বংশাই নদীর পানি কাউলজানী পয়েন্টে ৫ সেন্টিমিটার, মির্জাপুর পয়েন্টে ৬ সেন্টিমিটার, এবং মধুপুর পয়েন্টে ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তায় খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত আছে।
টাঙ্গাইল জেলার প্রধান তিনটি নদীর পানি কমতে শুরু করেছে
৬২ Views