সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে প্রথমে কালিহাতী পৌরসভার সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন। পরে উপজেলার বল্লা ইউনিয়নের ভাঙ্গা বাড়ি আশ্রয়ন প্রকল্প পরিদর্শন, বৃক্ষ রোপন ও সেখানকার বাসিন্দাদের সাথে মতবিনিময় এবং খাদ্য সামগ্রী বিতরণ, কোকডহরা ইউনিয়নের চারানে বিভাগীয় কমিশনারের বরাদ্দ হতে প্রাপ্ত গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি আর-নগদ অর্থ) প্রকল্পের কাজ পরিদর্শন এবং শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন তিনি।
এ সময় তার সাথে ছিলেন, টাঙ্গাইল জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, রাজস্ব এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জিয়াউল ইসলাম চৌধুরী, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান এএসএম সিদ্দিকী (আজাদ সিদ্দিকী), উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক, কালিহাতী থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক, ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান দীপুল, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন বৃষ্টি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, কালিহাতী পৌর মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদ আহমেদ ও কোকডহরা ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ।