
সাদ্দাম ইমন ॥
টাঙ্গাইল স্টেডিয়ামে মির্জা তোফাজ্জল হোসেন মুকুল স্মৃতি তৃতীয় গোল্ডকাপ ফ্লাড লাইট মিনি ফুটবল টুর্নামেন্ট চলছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় দুইটি কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। টাঙ্গাইল স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় মুখোমুখি হবে ক গ্রুপ চ্যাম্পিয়ন সুপ্রভাত কিংস বনাম গ গ্রুপ রানার্সআপ শুভ সকাল সবুজ এবং রাত ৮টার সময় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ক গ্রুপ রানার্সআপ সুপ্রভাত রাইটার্স বনাম গ গ্রুপ চ্যাম্পিয়ন সৈয়দ জালাল ক্লাব।
শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টায় তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় মুখোমুখি হবে খ গ্রুপ চ্যাম্পিয়ন হ্যালিপ্যাড স্পোটিং ক্লাব বনাম ঘ গ্রুপ রানার্সআপ কালেক্টরেট রিক্রিয়েশন ক্লাব। রাত ৮টার সময় চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ঘ গ্রুপ চ্যাম্পিয়ন নুরা পাগলা পরিবার বনাম খ গ্রুপ রানার্সআপ পার্ক বাজার ব্যবসায়ী একাদশ বনাম শুভ সকাল ক্রীড়া সংঘ দলের মধ্যে বিজয়ী দল অংশগ্রহণ করবে।
কোয়ার্টার ফাইনালের বিজয়ী চার দল আগামী শনিবার (১৩ জুলাই) দুই সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করবে। সেমিফাইনালের বিজয়ী দুই দল আগামী রবিবার (১৪ জুলাই) ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে।
বুধবার (১০ জলাই) গ্রুপ পর্বের শেষ ৩টি খেলায় পার্ক বাজার ব্যবসায়ী একাদশ (২-১) গোলে সুপ্রভাত জুনিয়র টিমকে পরাজিত করে। গ গ্রুপে শুভ সকাল (সবুজ) এবং সৈয়দ জালাল ক্লাবের খেলা (১-১) গোলে ড্র এবং ঘ গ্রুপে কালেক্টরেট রিক্রিয়েশন ক্লাব (৩-০) গোলে দেহগড়ি শরীবচর্চা ক্লাবকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উর্ত্তিণ হয়।
খেলায় রেফারী ছিলেন- জামিলুর রহমান ও সৈয়দ মোহাম্মদ বেল্লাল।