
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরে জয়া আক্তার নামে এক স্কুল ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে কুমুদিনী হাসপাতালে তার মৃত্যু হয়। সে এ বছর কুর্নী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে উত্তীর্ণ হয়। জয়া কুর্নী গ্রামের জয়নাল মিয়ার মেয়ে বলে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, বুধবার (১০ জুলাই) রাতে মায়ের সাথে অভিমান করে সকলের অজান্তের ঘরের ভিতর বিষপান করে। পরে বিষয়টি জানাজানি হয়ে অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে রাতেই তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে সেখানে তার মৃত্যু হয়।
মির্জাপুর থানা উপ-পরিদর্শক (এসআই) গোলাম সরওয়ার ঘটনার সত্যতার স্বীকার করে বলেন, আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।