
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই ইউনিয়ন যুবলীগ নেতা মীর রাহিব ও সেচ্ছাসেবক লীগ নেতা মীর হাসিব রেজা নাইসের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাস, চাদাঁবাজ, মাদকের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। বুধবার (১০ জুলাই) বিকেলে উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের হাটুভাঙা রোড এলাকা থেকে বিক্ষোভ শুরু হয়ে সোহাগপাড়া বাজার প্রদক্ষিন শেষে পূর্নরায় হাটুভাঙা রোডে গিয়ে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ খানের সভাপতি বিক্ষোভ শেষে হাটুভাঙা ওড়াল সেতুর নিচে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভর একান্ত সহকারী মীর আসিফ অনিক, গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শওকত হোসেন ফালু, আওয়ামী লীগ নেতা শওকত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শিশির আহমেদ বিপ্লব, সজিব হোসেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক সেতাব মাহমুদ প্রমুখ।
উল্লেখ্য, গত (৮ জুলাই) রবিবার টাঙ্গাইল জেলা অটো টেম্পু, অটোরিকশা, সিএনজি শ্রমিক ইউনিয়ন গোড়াই হাটুভাঙ্গা শাখার আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। দুই পক্ষের বিরোধ থামাতে গিয়ে হামলার শিকার হন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভর একান্ত সহকারী মীর আসিফ অনিকের বড় ভাই মীর রাহিম। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।