
সাদ্দাম ইমন ॥
মির্জা তোফাজ্জল হোসেন মুকুল স্মৃতি তৃতীয় গোল্ডকাপ ফ্লাড লাইট মিনি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে সুপ্রভাত কিংস, সুপ্রভাত রাইটার্স, নুরা পরিবার ও হ্যালিপ্যাড স্পোটিং ক্লাব। টাঙ্গাইল স্টেডিয়ামে আগামীকাল রবিবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে সুপ্রভাত কিংস বনাম নুরা পরিবার এবং রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে সুপ্রভাত রাইটার্স বনাম হ্যালিপ্যাড স্পোটিং ক্লাব।
গত (১১ ও ১২ জুলাই) মির্জা তোফাজ্জল হোসেন মুকুল স্মৃতি তৃতীয় গোল্ডকাপ ফ্লাডলাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ৪টি কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার (১১ জুলাই) প্রথম কোয়ার্টার ফাইনালে সুপ্রভাত কিংস ও শুভ সকাল সবুজ দল মুখোমুখি হয়। আক্রমন পাল্টা আক্রমনের খেলার ৭ মিনিটের সময় শুভ সকাল সবুজ দলের দেলোয়ারের একটি বির্তকিত গোল রেফারী গোলের সিদ্ধান্ত না দিলে শুভ সকাল গোলের দাবী জানিয়ে মাঠ ত্যাগ করে। পরবর্তীতে রেফারী শুভ সকাল সবুজ দলকে খেলায় ফিরে আসার আহবান জানিয়ে প্রায় ২১ মিনিট অপেক্ষার পর খেলার শেষ বাঁশি বাজিয়ে দিলে মাঠে উপস্থিত সুপ্রভাত কিংস জয়লাভ করে সেমিফাইনালে উঠে।
দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় সুপ্রভাত রাইটার্স (৪-১) গোলের বিশাল জয়ে সৈয়দ জালাল ক্লাবকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে। সুপ্রভাত রাইটার্স দলের ডালিম হ্যাটট্রিকসহ ৩টি গোল করে। এছাড়া অন্য গোলটি করেন রনি। সৈয়দ জালালের পক্ষে সান্তনা সূচক গোলটি করে জাকির।
গত শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যায় তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলাটি প্রচন্ড ভারি বৃষ্টির মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় হ্যালিপ্যাড স্পোটিং ক্লাব বনাম কালেক্টরেট রিক্রিয়েশন ক্লাবের প্রতিদ্বন্দিতাপূর্ন নির্ধারিত সময়ের খেলা গোলশূণ্য ড্র হলে খেলা সরাসরি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে হ্যালিপ্যাড স্পোটিং ক্লাব (২-০) গোলে জয়লাভ করে। একই দিন রাতে চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলায় মামুনের হ্যাটট্রিকে নুরা পরিবার দল (৩-০) গোলে পার্ক বাজার ব্যবসায়ী দলকে পরাজিত করে সেমিফাইনালে উঠে।
রেফারী- সুলতান মাহমুদ ও মহিউদ্দিন।