স্টাফ রিপোর্টার।।
মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান’ প্রতিপাদ্যে সারাদেশের মতো টাঙ্গাইলেও রবিবার (১৪ জুলাই) মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা, মাদক বিরোধী রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও সনদ প্রদান করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আক্তারের সভাপতিত্বে কর্মসুচীতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ.এম. জহিরুল হায়াত। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ শরফুদ্দীন।
সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সকল পেশার লোকজন এসব কর্মসুচীতে অংশ নেন।
৬৯ Views