স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরে সাবেক প্রেসিডেন্ট হুসাইন মুহাম্মদ এরশাদ এর ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে।
রবিবার (১৪ জুলাই) মসজিদ মার্কেটে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে এই দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহম্মেদের সভাপতিত্ব আয়োজিত আলোচনা সভায় সাবেক প্রেসিডেন্টের কর্মময় জীবন তুলে ধরে বক্তৃতা করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট শাহেদ আনোয়ার, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ছিবার উদ্দিন, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ প্রমুখ।
পরে বাদ যোহর মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে সাবেক প্রেসিডেন্ট হুসাইন মুহাম্মদ এরশাদ এর আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনজাত করা হয়।