গোপালপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের গোপালপুরে মাছ ধরার শতাধিক নিষিদ্ধ চায়না জাল এবং চাই জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৫০ হাজার টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানার এ অভিযান পরিচালনা করেন।
সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সোমবার (১৫ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নগদা শিমলা ইউনিয়নের ডগা এবং হেলেঞ্চা বিলে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাছ ধরার শতাধিক নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল এবং চাই জব্দ করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য ও মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা জানান, মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে এর আগেও উপজেলার বিভিন্ন এলাকার নদী, খাল ও বিলে কয়েকদফা অভিযান চালিয়ে কয়েকশত জাল ভস্মীভূত করা হয়। এ ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। অভিযুক্ত এলাকায় নিয়মিত অভিযান চালানো হবে।