
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের নাগরপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুলাই) উপজেলার ভারড়া ইউনিয়ন পরিষদে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ভারড়া ইউনিয়ন পরষিদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক। ভারড়া ইউনিয়ন পরিষদের সচিব বজলুর রশীদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল গিয়াগ উদ্দিন, স্থানীয় গণমাধ্যম কর্মী, বিদেশফেরত নারী ও পুরুষ অভিবাসী, সম্ভাব্য বিদেশগামী, সুশিল সমাজের প্রতিনিধি এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মীবৃন্দ।
এতে স্বাগত বক্তব্য রাখেন ভারড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য গিয়াস উদ্দিন।