
বাসাইল প্রতিনিধি ॥
বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কটাক্ষের প্রতিবাদে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে টাঙ্গাইলের বাসাইলে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (১৫ জুলাই) বিকেলে বাসাইল উপজেলার মুক্তিযোদ্ধাদের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নুরুল ইসলামের সভাপতিত্বে সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার জান মাহমুদ, আবুল বাশার, উপজেলা সাবেক কমান্ডার সানোয়ার হোসেন, কাইয়ুম খান, আব্দুল গনি সিদ্দিকীসহ সকল ইউনিয়ন কমান্ডার উপস্থিত ছিলেন।