স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) খেলা পৃথক মাঠে শুরু হয়েছে। সোমবার (১৫ জুলাই) বিকেলে উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও গোড়াই জমিদার বাড়ী মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার উপস্থিত ছিলেন।
উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিকেল তিনটায় উদ্বোধনী ম্যাচে উয়ার্শী ইউনিয়ন বনাম ভাওড়া ইউনিয়ন একাদশের খেলার অনুষ্ঠিত হয়। এতে উয়ার্শী ইউনিয়ন একাদশ (৩-১) গোলে বিজয়ী হয়। একই মাঠে বিকেলে সাড়ে চারটায় মির্জাপুর পৌরসভা-২ একাদশ বনাম মহেড়া ইউনিয়ন একাদশের খেলা অনুষ্ঠিত হয়। এতে মির্জাপুর পৌরসভা-২ একাদশ (৪-১) গোলে বিজয় অর্জন করে।
অপরদিকে গোড়াই জমিদার বাড়ী খেলার মাঠে বিকেল তিনটায় গোড়াই ইউনিয়ন বনাম লতিফপুর ইউনিয়নের মধ্যে খেলার ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও লতিফপুর ইউনিয়ন একাদশ খেলায় অংশ না নেয়ায় গোড়াই ইউনিয়নকে বিজয়ী ঘোষণা করা হয়। একই মাঠে বিকেল সাড়ে চারটায় তরফপুর ইউনিয়ন একাদশ ও বহুরিয়া ইউনিয়ন একাদশের খেলা অনুষ্ঠিত হয়। এতে তরফপুর ইউনিয়ন (২-০) গোলে বিজয়ী হয়।
মির্জাপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন
৫৮ Views