মুক্তিযুদ্ধকে কটাক্ষের প্রতিবাদে নাগরপুরে অবস্থান কর্মসূচি

টাঙ্গাইল নাগরপুর

নাগরপুর প্রতিনিধি ॥
বাঙালির মহান মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্ন করা, একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই ও কোটা আন্দোলনের নামে অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রতিবাদে নাগরপুরে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১৫ জুলাই) দুপুরে নাগরপুর সদর কাঁচাবাজার সড়ক মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা, তাদের পরিবার ও সুশীল সমাজের আয়োজনে এই অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
এতে বক্তারা বলেন, ‘দেশে কোটা আন্দোলনের নামে সাধারণ শিক্ষার্থীদের রাজপথে নামিয়ে দেশ বিরোধী চক্রান্ত চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার মান উন্নয়ন সহ বিভিন্ন মেগা উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছেন। কোটার মাধ্যমে দেশের অনাগ্রসর সমাজকে এগিয়ে নিয়ে আসা হচ্ছে। এই কোটাকে ইস্যু করে রাজনৈতিক স্বার্থ হাসিলের ষড়যন্ত্র হচ্ছে। মহান মুক্তিযুদ্ধকে কটাক্ষ করা হচ্ছে এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার ব্যারিস্টার কে এম সালমান শামস জিৎ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মীর জহিরুল ইসলাম বাদশা, বজলুর রশিদ, নিরেন্দ্র কুমার পোদ্দার, মনিরুল ইসলাম, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সহ-সভাপতি আজিজুল হক বাবু, নাগরপুর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহিলা সম্পাদক স্বাধীনা আক্তার, সহ সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মেহেদী হাসান সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানগণ উপস্থিত ছিলেন।

৮৭ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *