
সাদ্দাম ইমন ॥
মির্জা তোফাজ্জল হোসেন মুকুল স্মৃতি তৃতীয় মিনি ফ্লাডলাইট ফুটবল টুনামেন্টের ফাইনালে উঠেছে সুপ্রভাত কিংস ও সুপ্রভাত রাইটার্স ক্লাব। রবিবার (১৪ জুলাই) সন্ধ্যায় টাঙ্গাইল স্টেডিয়ামে মির্জা তোফাজ্জল হোসেন মুকুল স্মৃতি তৃতীয় মিনি ফ্লাডলাইট ফুটবল টুনামেন্টে দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা সাড়ে ৭টার সময় অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে সুপ্রভাত কিংস ও নুরা পরিবার দল মুখোমুখি হয়। খেলায় নুরা পরিবার দল তুলনামূলক ভালো খেলেও সুপ্রভাত কিংসের স্টাইকার আলীমের দেওয়া একমাত্র গোলে সুপ্রভাত কিংস জয়লাভ করে ফাইনালে উঠেছে।
একই দিন রাত সাড়ে ৮টার সময় টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় সুপ্রভাত রাইটার্স দল (৪-১) গোলের বিশাল ব্যবধানে হ্যালিপ্যাড স্পোটিং ক্লাবকে পরাজিত করে ফাইনালে উঠেছে। খেলায় সুপ্রভাত রাইটার্স দলের ডালিম ও রনি ২টি করে গোল করে। হ্যালিপ্যাডের পক্ষে মতিয়ার একটি গোল পরিশোধ করে।