টাঙ্গাইলে ৯ লাখ টাকাসহ চোর চক্রের সদস্য গ্রেফতার

আইন আদালত টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে ৯ লাখ টাকাসহ আন্ত:জেলা চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শহিদ মাঝি (৩০) ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার উত্তর কাঠিপাড়া গ্রামের মৃত ফটিক মাঝির ছেলে। সোমবার (১৫ জুলাই) দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপার গোলাম সবুর এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার গোলাম সবুর বলেন, গত ১১ জুলাই দুপুর ১২ টার সময় অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার রতন চন্দ্র সাহা শহরের সোনালী ব্যাংক থেকে সঞ্চয় পত্রের ১১ লাখ ৫২ হাজার ৮০১ টাকা উত্তোলন করে একটি ব্যাগে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হন। এ সময় তিনি শহরের মেইন রোডে অবস্থিত লতিতা ফার্মেসীর ওষুধ ক্রয় করেন। এ সময় তার ব্যাগ থেকে দশ লাখ টাকা চুরি হয়ে যায়। পরবর্তীতে এই বিষয়ে তিনি টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পর জেলা গোয়েন্দা পুলিশ অভিযান শুরু করেন। লতিতা ফার্মেসীর দোকানের সিসি টিভি ফুটেজ দেখে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার ঝালকাঠি জেলা থেকে দশ লাখ টাকা চুরির প্রধান আসামী শহিদ মাঝিকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে চুরিকৃত নগদ ৯ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার ও বাকি এক লাখ টাকা উদ্ধার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান জেলা পুলিশ প্রধান।

৮৯ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *