টাঙ্গাইলের বন্যা পরিস্থিতির আরো উন্নতি হয়েছে

টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ।।
টাঙ্গাইল জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরো উন্নতি হয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি কমেছে। তবে শাখা নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত আছে। নতুন করে কোন এলাকা প্লাবিত হয় নাই। তবে  জেলার কয়েকটি উপজেলার বিস্তির্ণ জনপদের বাড়ি-ঘর, হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, ফসলী জমিসহ অন্যান্য স্থাপনা এখনও বন্যার পানিতে তলিয়ে আছে। বন্যা কবলিত গ্রামগুলোর মানুষজন চরম দুর্ভোগে রয়েছেন।
সোমবার (১৫ জুলাই-২০২৪)সকাল নয়টায় টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্যমতে, ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ৯ সেন্টিমিটার কমে বিপদসীমার ৫৬ সেন্টিমিটার উপর দিয়ে, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ৭ সেন্টিমিটার কমে বিপদসীমার  ৮ সেন্টিমিটার উপর দিয়ে এবং ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে  ৮  সেন্টিমিটার কমে বিপদসীমার  ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
ফটিকজানি নদীর পানি নলচাপা ব্রীজ পয়েন্টে ৩ সেন্টিমিটার, বংশাই নদীর পানি কাউলজানী পয়েন্টে ৪ সেন্টিমিটার,   মির্জাপুর  পয়েন্টে ২ সেন্টিমিটার, এবং মধুপুর পয়েন্টে ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে এসব নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

৬১ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *