
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরে মাতৃ বাসনালয় এন্ড গিফট কর্ণারসহ ১০/১২ ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৫ জুলাই) দিবাগত গভীর রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মির্জাপুর ও দেলদুয়ার উপজেলার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চার ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, প্রাণ আরএফএল-এর ডিলার উপজেলা সদরের কালিবাড়ী রোডস্থ বাবলু চন্দ্র দের মাতৃ বাসনালয় এন্ড গিফট কর্ণারে সোমবার (১৫ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পাশের একুশে জুয়েলার্স, অর্পণা জুয়েলার্স, লিপি জুয়েলার্স, পাল টেইলার্সসহ আশেপাশের ১০/১২টি ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মির্জাপুর ও দেলদুয়ার উপজেলার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চার ঘন্টা কাজ করে সকাল সাড়ে সাতটার দিকে নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাবলু চন্দ্র দের প্রায় দেড় কোটি টাকার মালামালসহ কয়েক কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
বিগত ২০১৯ সালে বাবলু চন্দ্র দের আরএফএল-এর গুদামে আগুনের সূত্রপাত ঘটে। সে সময়ও প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়।
মির্জাপুর ফায়ার স্টেশনের সাব অফিসার মতিউর রহমান টাঙ্গাইল নিউজবিডিকে জানান, আগুন লাগার খবর পেয়ে চারটার দিকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি। তখনও বিদ্যুৎ সচল ছিল। বিদ্যুতের লাইন বন্ধ করতে পল্লী বিদ্যুৎ মির্জাপুর জোনাল অফিসের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও ফোন রিসিভ করেননি। পরে নিজেরাই বিকল্প ব্যবস্থায় বিদ্যুতের লাইন বিকল করে উদ্ধার কাজ চালিয়েছেন। আগুন লাগার সঠিত তথ্য পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন।
পল্লী বিদ্যুৎ মির্জাপুর জোনাল অফিসের ডিজিএম জসিম উদ্দিনের সঙ্গে কথা হলে তিনি টাঙ্গাইল নিউজবিডিকে বলেন, জরুরী সেবা সেন্টারে ফোন রিসিভ না করার কয়েকটি মৌখিক অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
এ ঘটনায় মঙ্গলবার (১৬ জুলাই) সকালে স্থানীয় এমপি খান আহমেদ শুভ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।