স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে যৌনপল্লীর শিশুদের জন্য নাইট কেয়ার সেন্টার পরিদর্শন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু’র) উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আক্তার।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মোহাম্মদ আলী, এশিয়া আঞ্চলিক নাইট কেয়ারের পরিচালক ম্যাট নাথানিয়েল। স্বাগত বক্তব্য রাখেন সেতুর নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন প্রমুখ। পরে অতিথিবৃন্দ শহরের কান্দাপাড়ার যৌনপল্লীর শিশুদের জন্য নাইট কেয়ার সেন্টারের পরিদর্শন করেন।
৮৫ Views