মধুপুর প্রতিনিধি ॥
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন টাঙ্গাইলের মধুপুর, ধনবাড়ি ও গোপালপুর উপজেলা শাখার সায়েন্টিফিক সেমিনার ও পুনর্মিলনী অনুষ্ঠান করেছে। তাদের এ আয়োজনে বিভিন্ন পেশার অতিথিদের সম্মাননা প্রদান করেছে সংগঠনটি। বুধবার (১৭ জুলাই) সকালে মধুপুর বিএডিসি ট্রেনিং সেন্টারের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের টাঙ্গাইল জেলা শাখার সাবেক সভাপতি ডা. সাইদুজ্জামান তালুকদার মুকুল এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়াকুব আলী। উদ্বোধক ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন। সেমিনারের প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডা. ফারিয়া তালুকদার। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী, মধুপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি গোলাম ছামদানী, সাবেক সভাপতি হাবিবুর রহমান, তারার মেলা কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল সাংবাদিক আব্দুল লতিফ, সংগঠনের নেতা ডা. সিআর দাস, সুমন মাহমুদ ও রোকুনুজ্জামান রনজু প্রমুখ।
পরে অতিথিদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে কৈশোর কালিন স্বাস্থ্যসেবায় অবদান রাখায় গোলাবাড়ি ইউনিয়ন কমিউনিটি মেডিকেল অফিসার রোকুনুজ্জামান রনজু কে সম্মাননা প্রদান করে সংগঠনটি। সভায় সংগঠনের বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি ডা. সাইদুজ্জামান তালুকদার মুকুল। অনুষ্ঠানের শেষে লাকী কুপন ড্রতে বিজয়ী ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়। এ সময় সংগঠনের মধুপুর, ধনবাড়ি ও গোপালপুর শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।