স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্ত্বর এলাকায় প্রায় আড়াই ঘন্টা অবস্থান করে কোটা সংস্কার কর্মসূচী পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের ফলে বন্ধ হয়ে যায় ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্ত্বর এলাকায় অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দেন। আন্দোলনের কারণে বঙ্গবন্ধু সেতুর উপরসহ মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকায় পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই আন্দোলনে যুক্ত হয়। এদিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলা কলেজ মোড়ে ও কালিহাতী উপজেলা বাসস্ট্যান্ডে অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে করে এই মহাসড়কেও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ দুপুর ১টার দিকে মহাসড়কের তিন জায়গা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের অবরোধ তুলে দেন।
কয়েকশ’ শিক্ষার্থীদের অবরোধের কারণে মহাসড়কে পরিবহন চলাচল না করায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের। এ সময় শিক্ষার্থীরা বলেন, কোটা পদ্ধতি সংস্কার আমাদের ন্যায দাবি। যে পর্যন্ত সংস্কারের কোন ব্যবস্থা না হচ্ছে সে পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। এছাড়া নিরীহ শিক্ষার্থীদের হত্যার বিচার দাবি করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ জানান, শিক্ষার্থীরা একত্রিত হয়ে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্ত্বর এলাকায় অবস্থান নেয়। এ কারণে মহাসড়কে পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানজটের সৃষ্টি হয়। তাদেরকে মহাসড়ক ছেড়ে দেয়ার জন্য বারবার বলা হয়। পরবর্তীতে দুপুর ১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে চলে যান।এর কিছুক্ষণ পরই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।