কালিহাতীতে আন্দোলনকারী শিক্ষার্থী ও জামায়াতের আমিরসহ আটক ৭ জন

কালিহাতী টাঙ্গাইল লিড নিউজ

সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে বুধবার (১৭ জুলাই) টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান নিতে পারলেও বৃহস্পতিবার (১৮ জুলাই) আওয়ামী লীগ ও পুলিশের বাধায় আন্দোলনকারীরা রাজপথে নামতে পারেনি। এদিকে চলমান কোটা সংস্কার আন্দোলকে ঘিরে কালিহাতীর বিভিন্ন স্থান থেকে উপজেলা জামায়াতের আমিরসহ ৭ জনকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ।
জানা যায়, কালিহাতী উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকাল থেকে বাসস্ট্যান্ডে অবস্থান নেয়ার চেষ্টা করে। কিন্তু উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও পুলিশ আন্দোলনকারীদেরকে বার বার ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুরো বাসস্ট্যান্ড এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। দুপুর পর্যন্ত এ অবস্থা চলতে থাকে। অপরদিকে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার এলেঙ্গায় ময়মনসিংহ লিঙ্ক রোডে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখান থেকেও পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। একই সময়ে উপজেলার আগচারানে কালিহাতী-বল্লা আঞ্চলিক সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা।
এদিকে চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কালিহাতী বাসস্ট্যান্ড, কলেজ মোড়, হামিদপুর সেতু, এলেঙ্গা, জোকারচর ও বর্গা-আমজানি থেকে ৭ জনকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ। আটককৃতদের মধ্যে কালিহাতী উপজেলা জামায়াতের আমির এসএম এনামুল হক (৬৫), উপজেলা কৃষক দলের সদস্য সচিব মুসা মোল্লা (৩২) ও কোটা সংস্কার আন্দোলনকারী রায়হানকে (২৩) নিজ নিজ বাড়ী থেকে গত বুধবার (১৭ জুলাই) রাতে আটক করে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর পর্যন্ত এলেঙ্গা থেকে মেহেদী (২৫), কালিহাতী বাসস্ট্যান্ড এলাকা থেকে আপন (১৭), আশরাফুল (১৭) ও নাজমুল হাসানকে (২৪) আটক করে কালিহাতী থানা পুলিশ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটককৃত কাউকেই ছেড়ে বা আদালতে প্রেরণ করেনি বলে জানা গেছে।

৮৭ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *