স্টাফ রিপোর্টার ।।
টাঙ্গাইল জেলায় শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে অনুপ্রবেশকারী ছদ্ববেশী দুস্কৃতিকারীদের সহিংসতা দমন করতে জারী হওয়া কারফিউ ২য় দিনের মতো বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৭টা হতে সন্ধা ৭টা পর্যন্ত শিথিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধা ৭টা হতে শুক্রবার (২৬ জুলাই) সকাল ৭টা পর্যন্ত সারা জেলায় পুনরায় কারফিউ বলবৎ থাকবে। টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম বুধবার (২৪ জুলাই) সন্ধায় এ আদেশ জারী করেন।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে জানিয়েছেন, শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে অনুপ্রবেশকারী ছদ্ববেশী দুস্কৃতিকারীদের সহিংসতার ঘটনায় জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া ১০টি মামলায় গত ২৪ ঘন্টায় ১৮ জন নাশকতাকারীকে গ্রেফতার করা হয়েছে। এনিয়ে মোট গ্রেফতারের সংখ্যা দাড়িয়েছে ১৬৪ জন। আইনশৃংখলা পরিস্থিত শান্ত রাখতে নির্বার্হী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবি টহলে রয়েছে। গুরুত্বপুর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও র্যাব টহলে আছে।
এদিকে, দিনের বেলায় কারফিউ শিথিল করায় জনজীবনে কর্মচাঞ্চল্য ফিড়ে এসেছে। সকাল থেকেই রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলার উদ্যেশ্যে বাস-ট্রাক চলাচল করছে। এছাড়াও সকল প্রকার যানবাহন চলাচল করছে। ব্যবসা প্রতিষ্ঠানও খোলা রয়েছে। জনগন স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। অফিস-আদালত, ব্যাংক-বীমাসহ সকল অর্থিক প্রতিষ্ঠানে সরকারী নিদের্শনা অনুয়ায়ী সকাল ১১টা হতে বিকেল ৩টা পর্যন্ত কার্যক্রম চলেছে।