স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে আগুনে ক্ষতিগ্রস্ত ১২ ব্যবসায়ীকে এক লাখ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) উপজেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, লতিফপুর ইউপির সাবেক চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামীম খান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত (১৬ জুলাই) রাতে উপজেলা সদরের কালীবাড়ি রোডে অবস্থিত চারটি জুয়েলারি দোকান ও আর এফ এল এর ডিলারের দোকানসহ ১২টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
৭২ Views