
স্টাফ রিপোর্টার।।
গত ১৮ জুলাই বৃহস্পতিবার শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে অনুপ্রবেশকারী ছদ্ববেশী দুস্কৃতিকারীদের হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগে ক্ষতিগ্রস্থ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ কার্যালয় এবং জেলা ছাত্রলীগ কার্যালয় পরিদর্শন করেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টাঙ্গাইল-৫ সদর আসনের সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন। সিংগাপুরে নিজের চিকিৎসা কার্যক্রম অসমাপ্ত রেখে দেশে ফিরে বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধায় কার্যালয় দুটি পরিদর্শন করেন তিনি। পরিদর্শন কালে তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে মত-বিনিময় করেন ও সেদিনের ভয়াবহ হামলার বিষয়ে বিস্তারিত ঘটনা শোনেন।
এসময় টাঙ্গাইল পৌর সভার মেয়র এস.এম. সিরাজুল হক আলমগীর, সদও উপজেলা চেয়ারম্যান তোফাজ্জ্বল হোসেন খান তোফা, ভাইস-চেয় ারম্যান ইসতিয়াক আহমেদ রাজিবসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৮ জুলাই বৃহস্পতিবার দুস্কৃতিকারীদের হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ কার্যালয় এবং জেলা ছাত্রলীগ কার্যালয় ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়।