
স্টাফ রিপোর্টার।।
টাঙ্গাইলে আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ কুলসুম আরা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার সরোয়াার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জিয়াউল ইসলাম চৌধুরী, সিভিল সার্জন ডাঃ মিনহাজ উদ্দিন মিয়া, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতীক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদসহ সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ জনপ্রতিনিধিবৃন্দ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।