প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৫, ১১:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৪, ২:০৩ অপরাহ্ণ
টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২৭ জুলাই) বিকালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছানোয়ার হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শরিফ হাজারী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেজাউর রহমান চঞ্চল, সদর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন প্রমুখ। এ সময় জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যে-১৮ জুলাই যে ঘটনাটি ঘটেছে তা নিয়ে নেতাকর্মীরা দু:খ প্রকাশ করেন। সেই সাথে সাধারণ ছাত্রদের মাঝে ঢুকে বিএনপি-জামায়াত যে নৈরাজ্য চালাচ্ছে তাদেরকে প্রতিহত করার জন্য নেতাকর্মীদের সজাগ এবং দলের লোকজনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বলা হয়। পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।
জানা যায়, জাতিব পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে ১৯৯৪ সালের (২৭ জুলাই) ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন বর্তমানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি আন্দোলন, সংগ্রাম ও দুর্যোগ মোকাবিলায় সব সময় মাঠে ছিল। বিভিন্ন সময়ে সচেতনতা সৃষ্টি এবং অসহায় ও কর্মহীন মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
Tangail News Bd 2024 © | Developed By Tangail Web Solutions