মাভাবিপ্রবি ছাত্রলীগ সভাপতি মানিক শীলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ

স্টাফ রিপোর্টার।।
কোটা বিরোধী আন্দোলন চলাকালে জামায়াত-বিএনপির সন্ত্রাসীদের বর্ববোরচিত হামলায় আহত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন মানুষদের রবিবার (২৮ জুলাই ২০২৪) বিকালে দেখতে যান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মানিক শীলের সাথে দেখা করে চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।

এর আগে মঙ্গলবার (২৩ জুলাই ২০২৪) স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এম.পি, বরিশাল-৪ আসনের পংকজ নাথ এম.পি, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, সাবেক সভাপতি লিয়াকত শিকদার ও সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, বুধবার (২৪ জুলাই ২০২৪) স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এম. পি এবং বৃহস্পতিবার (২৫ জুলাই ২০২৪) শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাঁপা এম. পি ও টাঙ্গাইল-২ আসনের ছোট মনির এম. পি মানিক শীলের সাথে দেখা করে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

এছাড়া (২৬ জুলাই ২০২৪) শুক্রবার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন মানিক শীলের সাথে দেখা করেন।

উল্লেখ্য, গত ১৮ জুলাই ২০২৪ তারিখে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় কোটা বিরোধী আন্দোলন চলাকালে জামায়াত-বিএনপির সন্ত্রাসীদের বর্ববোরচিত হামলায় মানিক শীল মাথায় গুরুতর আঘাতসহ শরীরের বিভিন্ন যায়গায় আঘাত পান। এসময় তাকে উদ্ধার করে জরুরী ভিত্তিতে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ১৮ জুলাই ২০২৪ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করানো হয়।

 

১১৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *