গোপালপুর সংবাদদাতা ॥
'ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ' প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর সাত দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (৩০ জুলাই) মিডিয়াকর্মীদের সাথে মতবিনিময় করেন সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর।
সভায় মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কর্মসূচি সম্পর্কে আলোচনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকতা সুদীপ ভট্টাচার্য। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি প্রবীণ সাংবাদিক অধ্যাপক জয়নাল আবেদীন, সম্পাদক সন্তোষ কুমার দত্তসহ প্রেসক্লাবের মিডিয়াকর্মীগণ।