মধুপুরে শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে মতবিনিময় সভা

টাঙ্গাইল মধুপুর শিক্ষা

হাবিবুর রহমান, মধুপুর ॥
টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন।
উপজেলা পরিষদ হল রুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ইয়াকুব আলী।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুর রহমান, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুর রশীদ খান চুন্নু প্রমুখ। সভায় বক্তারা বলেন, মধুপুরের শিক্ষার গুণগত মান উন্নয়নে সকলে এগিয়ে আসতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি ক্লাশ, স্কাউটিং, ল্যাংগুয়েজ ক্লাবসহ সহপাঠ্যক্রমিক কার্যক্রম নিয়মিত চালিয়ে যেতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধ করে, বাল্যবিবাহকে নিরুৎসাহিত করার জন্য অভিভাবকসহ সকলকে সচেতন করতে হবে। প্রতিষ্ঠানে অভিভাবক সমাবেশ, মা সমাবেশ নিয়মিত করতে হবে। শিক্ষা পরিবেশ সুন্দর করার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের এগিয়ে নিতে হবে। পরবর্তীতে তারা দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করে, দেশকে এগিয়ে নিতে তাদের সুবিধা হবে। এছাড়াও সভায় শিক্ষার গুণগত মান উন্নতকরণের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্কাউট প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

১০৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *