কালিহাতীতে দুই মামলায় শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মীসহ আটক ২৬ জন

আইন আদালত কালিহাতী টাঙ্গাইল লিড নিউজ

সোহেল রানা, কালিহাতী ॥
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত (১৯-৩০ জুলাই) মঙ্গলবার পর্যন্ত টাঙ্গাইলের কালিহাতী উপজেলাতে দুই মামলায় শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মীসহ ২৬ জনকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ। উপজেলা আওয়ামী লীগ অফিসে ভাঙচুর ও মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগের মামলায় ২০, পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে আহত করার অভিযোগের মামলায় ৪ ও বিগত ২০২৩ সালের (৩১ অক্টোবর) বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ২ জনকে আটক করে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করে পুলিশ।
আটককৃতদের মধ্যে ৭ শিক্ষার্থীরা হলেন- মেহেদী হাসান (২৩), নুরুন্নবী চৌধুরী শান্ত (২৫), তানভীর চৌধুরী প্রান্ত (২৫), রবিউল ইসলাম (৩৩), পার্থ (২৫), আলদ্বীন (২১) ও মেহেদী (২৭)। আটককৃত ৯ রাজনৈতিক কর্মীরা হলেন- উপজেলা জামায়াতের আমির এস এম এনামুল হক (৬৫), উপজেলা কৃষক দলের সদস্য সচিব মুসা মোল্লা (৩২), গোহালিয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিউল আলম তালুকদার (৫৫), সহদেবপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন (২৫), উপজেলা বিএনপির সদস্য কামাল (৫২), কোকডহড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ খান (৫৮), গোহালিয়াবাড়ি ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ (৩৩), বল্লা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক হায়দার আলী (৫২) ও এলেঙ্গা পৌর বিএনপি নেতা রুস্তম আলী (৬২) ।
আটককৃত ১০ সাধারণরা হলেন- নাজমুল (২৫), চান মাহমুদ (৪০), বাবুল তালুকদার (৪৫), আহাদুল্লাহ (৫৩), জাকির হেসেন সিদ্দিকী (৪৫), নজরুল ইসলাম (৪২), রফিকুল ইসলাম লাভু (৬৫), মমিনুল ইসলাম (৪০), আলমগীর হেসেন (৬০) ও ফরহাদ আলী (লাল মিয়া) (৬৮)।
কোটা সংস্কার আন্দোলনে রংপুরে আবু সাঈদ মারা যাওয়ার ঘটনায় গত বুধবার (১৭ জুলাই) দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে পড়ে। এই দিন কালিহাতীতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা অবস্থান নেয়। পরদিন বৃহস্পতিবার (১৮ জুলাই) আওয়ামী লীগ ও পুলিশের বাধায় শিক্ষার্থীদের আন্দোলন পন্ড হয়ে যায়। উপজেলা সদরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকাল থেকে বাসস্ট্যান্ডে অবস্থান নেয়ার চেষ্টা করলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও পুলিশ তাদেরকে বার বার ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কয়েকজনকে আটক করে পুলিশ।
অপরদিকে দুপুর সাড়ে ১২ টায় উপজেলার এলেঙ্গায় ময়মনসিংহ লিঙ্ক রোডে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। একই সময়ে উপজেলার আগচারানে কালিহাতী-বল্লা আঞ্চলিক সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরদিন শুক্রবার (১৯ জুলাই) বিকালে কয়েক শতাধিক শিক্ষার্থী কালিহাতী বাসস্ট্যান্ডে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা উপজেলা আওয়ামী লীগ অফিসে হামলা করে আসবাবপত্র ভাঙচুর করে।

 

 

 

 

 

 

 

৬১ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *