স্টাফ রিপোর্টার ।।
কোটা সংস্কার আন্দোলনে অনুপ্রবেশকারী বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের সহিংসতায় সারাদেশে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই-২০২৪) সন্ধায় টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এস, সিরাজুল হক আলমগীরের আয়োজনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পৌর মেয়রের অফিস কক্ষে অনুষ্ঠিত দোয়া ও মোনাজাতে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, সহ-সভাপতি সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন, পৌরসভার মেয়র এস.এস. সিরাজুল হক আলমগীরসহ দলীয় নেতা-কর্মীরা অংশ নেন।